ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: সরকারের দুই বছরপূর্তি উপলক্ষে মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম।



সমসাময়িক বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর ভাষণে জাতীয় রাজনীতি, পৌর নির্বাচন, সহিংস রাজনীতি ও জড়িতদের বিচার, যুদ্ধাপরাধীদের বিচার, জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গনে বাংলাদেশের অগ্রগতি, পদ্মাসেতু, অর্থনীতি, মানুষের আর্থ-সামাজিক অবস্থা, আইনের শাসন, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন বিষয় উঠে আসতে পারে বলে জানা গেছে প্রধানমন্ত্রীর দফতরের সূত্রে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এমইউএম/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।