ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হ্যান ওয়েন গার্মেন্টসের ৬ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
হ্যান ওয়েন গার্মেন্টসের ৬ শ্রমিককে চাকরিতে পুনর্বহালের দাবি ছবি: পিয়াস/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আশুলিয়ায় বিদেশি মালিকানাধীন হ্যান ওয়েন গার্মেন্টসের ছাটাইকৃত ৬ শ্রমিককে চাকরিতে পুনর্বহালসহ বিভিন্ন দাবিতে সমাবেশে ও পতাকা মিছিল করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মিছিল শেষে সমাবেশ করেন গার্মেন্টস শ্রমিকরা।



সমাবেশে বক্তারা বলেন, চাইনিজ মালিকানাধীন হ্যান ওয়েন গার্মেন্টসে শ্রমিক ইউনিয়ন গঠন করার কারণে ৬ শ্রমিককে বেআইনিভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তাদের চাকরিতে পুনর্বহাল ও শ্রমিকদের সাপ্তাহিক ও মাতৃকালীন ছুটি কার্যকর, নিম্নতম মজুরি বাস্তাবয়ন ও নারী শ্রমিকদের হয়রানি বন্ধের দাবি জানাই।

সমাবেশে বক্তব্য রাখেন- ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা কামরুল আহসান, ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের কোষাধ্যক্ষ গিয়াস উদ্দিন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক কামরুল হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
এসএ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।