ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইল উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
নড়াইল উপজেলা চেয়ারম্যান গ্রেফতার ছবি: প্রতীকী

নড়াইল: গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় জামিন লাভের পর নড়াইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলামকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১টার দিকে নড়াইল সদর থানা পুলিশ আদালত এলাকা থেকে তাকে গ্রেফতার করে।



গত বছর বিএনপির হরতাল-অবরোধের ঘটনায় নড়াইলে গাড়ি পোড়ানো ও নাশকতার মামলায় দুপুরে সদর আমলি আদালতে হাজিরা দেন মনিরুল।

পরে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ জাকারীয়্যা দুই মামলাতেই তার জামিন মঞ্জুর করেন। জামিনের পর আদালত চত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বাংলানিউজকে বলেন, অপর একটি নাশকতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১২,  ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।