ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
খাগড়াছড়িতে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: খাগড়াছড়ি সদর ও পানছড়ি উপজেলার কয়েকশ শীতার্ত মানুষের মধ্যে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি সদর জোনের উদ্যোগে কারিগরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসব বস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।



ভারপ্রাপ্ত জোন অধিনায়ক মেজর মো. আতিকুর রহমান গরিব-দুস্থদের মধ্যে এসব বিরতণ করেন। এ সময় লে. যোবায়ের ও স্কুলের প্রধান শিক্ষক বিকো চাকমা উপস্থিত ছিলেন।

পরে, একই অনুষ্ঠানে দেড়শ গরিব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২,  ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।