ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
সৌদি সবসময় বাংলাদেশের পাশে থাকবে ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরগুনা: সৌদি সরকার সব সময় বাংলাদেশের পাশে ছিল, আছে ও ভবিষতেও থাকবে বলে মন্তব্য করেছেন সৌদি যুবরাজ বদর বিন আবদুল্লাহ।

মঙ্গলবার(১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে বরগুনার আমতলী উপজেলার ঘটখালী মাধ্যমিক বিদ্যালয় কাম সাইক্লোন শেল্টার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ কথা বলেন।



সৌদি যুবরাজ বলেন, বাংলাদেশের সাহায্যার্থে আমার বাবা আবদুল বিন আজীজ গোপনে এ অর্থ দিয়েছিলেন। আজ বাংলাদেশের এই সাহায্য দুর্যোগ কবলিত মানুষের উপকারে আসবে, একই সঙ্গে শিক্ষার্থীরা তাদের শিক্ষার জন্য সুন্দর ভবন পেয়েছে।

বিদ্যালয় ভবন কাম সাইক্লোন শেল্টার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-  কিং আবদুল্লাহ হিউমিন্যারিটিশন অ্যান্ড চ্যারিট্যাবল ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের মেম্বর ও সৌদি যুবরাজ তুর্কি বিন আবদুল্লাহ, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের(আইডিবি) প্রেসিডেন্ট ড. আহম্মদ মোহাম্মাদ আলী, অর্থ প্রতিমন্ত্রী মো. আবদুল মান্নান ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বরগুনা জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম।

আইডিবি’র ফায়েল খায়ের প্রোগ্রামের আওতায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান সহায়তায় বাংলাদেশের সিডর বিধ্বস্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ১৭৩টি স্কুল-কাম-সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে।

এরমধ্যে বরগুনা জেলায় ২৭টি স্কুল-কাম-সাইক্লোন সেল্টার নির্মাণ করা হয়েছে।

এছাড়া, বরগুনায় এ প্রোগ্রামের অধীনে পরিচালিত পুনর্বাসন ও জীবিকা অর্জন কর্মসূচিও চালু রয়েছে।  

বাংলাদেশ সময় : ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।