ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে প্রধান বিচারপতি, আদালত পরিদর্শন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
লক্ষ্মীপুরে প্রধান বিচারপতি, আদালত পরিদর্শন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংক্ষিপ্ত সফরে লক্ষ্মীপুর এসেছেন। বুধবার (১৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি লক্ষ্মীপুর সার্কিট হাউজে এসে পৌঁছান।



পরে দুপুর ১টায় লক্ষ্মীপুর জেলা জজ আদালত ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পরিদর্শন করেন।

তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে রয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাসেত মজুমদার, বাংলাদেম সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলাম।
 
বিকেলে তিনি লক্ষ্মীপুর জজশিপের জুডিশিয়াল কনফারেন্সে যোগ দেওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় তিনি লক্ষ্মীপুর থেকে নোয়াখালীর উদ্দেশে রওনা হবেন।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।