ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা

ঢাকা: এ বছর সৌদি আরবে পবিত্র হজ পালনে ইচ্ছুকদের জন্য ‘হজ প্যাকেজ’ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

বেসরকারি ব্যবস্থাপনায় জনপ্রতি কুরবানি বাদে খরচ হবে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা।

আর হজ করতে পারবেন ১ লাখ ১৩ হাজার ৮৬৮ বাংলাদেশি।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে বেসরকারি এ হজ প্যাকেজ ঘোষণা করেন হাব সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার।

এতে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে ১০ সেপ্টেম্বর পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ১৩ হাজার ৮৬৮ জন পবিত্র হজব্রত পালন করতে সৌদিতে যেতে পারবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবে ১ লাখ ৮ হাজার ৮৬৮ জন।

২০১৬ সালে অনুষ্ঠিতব্য হজ প্যাকেজ ১১ জানুয়ারি মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয় । এতে প্যাকেজ ১-এর মাধ্যমে হজ পালনে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা ও প্যাকেজ ২-এ ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা নির্ধারণ করা হয়।

ইব্রাহিম বাহার জানান, ১৭ জানুয়ারি থেকে ৩০ মের মধ্যে সরকার নির্ধারিত ফি জমা দিয়ে (৩০ হাজার টাকা) রেজিস্ট্রেশন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এজেন্সিগুলো হজযাত্রীদের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করবে। তবে হজ প্যাকেজ ঘোষিত টাকা সম্পূর্ণ পরিশোধ করা সাপেক্ষে পিলগ্রিম (হজ) আইডি দেওয়া হবে।

তিনি আরও জানান, সব হজযাত্রীকে হজের সব অর্থ (কিস্তি প্রযোজ্য) ৩০ জুনের মধ্যে পরিশোধ করতে হবে। সরকারের নীতিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের পর কোনো অবস্থাতেই হজের অন্যান্য খরচের টাকা জমা নেওয়া হবে না।

সংবাদ সম্মেলনে হাবের মহাসচিব শেখ আব্দুল্লাহ, সিনিয়র সহ-সভাপতি মো. হেলাল, সহ-সভাপতি ফরিদ আহম্মেদ মজুমদার, যুগ্ম- মহাসচিব মোজাম্মেল হোসেনসহ হাবের নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।