ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে তরুণীর মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
খিলগাঁওয়ে তরুণীর মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর খিলগাঁওয়ের একটি আবাসিক এলাকা থেকে রুনা (২০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সকালে খিলগাঁওয়ের নন্দিপাড়ায় ছোট বটতলার একটি বাসা থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়।



নিহত রুনা তার স্বামী টিপু মিয়ার সঙ্গে ওই এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর শিমুলবাগে।

নিহতের ফুফু রানী বেগম বাংলানিউজকে জানান, রুনা আত্মহত্যা করেছেন এমন সংবাদ পেয়ে তিনি বুধবার সকালে যাত্রাবাড়ী থেকে ওই বাসায় যান। সেখানে তিনি রুনাকে বিছানার উপর পড়ে থাকতে দেখেন।

তিনি আরও জানান, দুই বছর আগে টিপুর সঙ্গে রুনার বিয়ে হয়। এরপর থেকেই তাকে সন্দেহ করতো টিপু।

এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য টিপুকে থানায় নেওয়া হয়েছে।

তিনি বলেন, আমরা শুনেছি পারিবারিক কলহের জেরে ঘটনাটি ঘটেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এজেডএস/আরএইচএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।