ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

২ ভাইয়ের মারামারি, ইটের আঘাতে মায়ের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
২ ভাইয়ের মারামারি, ইটের আঘাতে মায়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌর এলাকার প্রসাদপুর হঠাৎপাড়া মহল্লায় দু’ভাইয়ের মারামারির সময় ইটের আঘাতে বৃদ্ধা মা নজিনুর বেওয়া (১০১) নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

নিহত নজিনুর বেওয়া মৃত শামসুদ্দিনের স্ত্রী।

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও.সি) খন্দকার গোলাম মোর্ত্তজা জানান, রাস্তা তৈরির জায়গা নিয়ে শুক্রবার বিকেলে মৃত শামসুদ্দিনের দুই ছেলে সিদ্দিক ও মাহবুবের মধ্যে বাক-বিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে দু’পক্ষ ইট-পাটকেল ছুড়াছুড়ি শুরু করে। এ সময়  মাথায় ইটের আঘাত পেয়ে তাদের বৃদ্ধা মা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে তবে এ ঘটনায় এখনও কেউ আটক হয়নি। মরদেহের ময়নাতদন্ত ও মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।