ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মহেশখালীতে অপহৃত ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
মহেশখালীতে অপহৃত ছাত্রী উদ্ধার, অপহরণকারী আটক ছবি : প্রতীকী

কক্সবাজার: অপহরণের ২৪ ঘন্টা পর মহেশখালী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের অপহৃত ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ।   বুধবার দুপুর ৩টার দিকে মহেশখালী উপজেলার কালারমারছড়া পাশের আধারঘোনা থেকে তাকে উদ্ধার করা হয়।



এসময় খোকন নামে অপহরণকারী চক্রের এক সদস্যকে আটক করা হয়। আটক খোকন আধারঘোনা এলাকার আলী আহম্মদের ছেলে।

উদ্ধার হওয়া ছাত্রী কালারমারছড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।   সে বর্তমানে মহেশখালী থানা পুলিশের জিম্মায় রয়েছে।

মহেশখালী থানার ওসি (তদন্ত) দিদারুল ফেরদৌস বাংলানিউজকে জানান, অপহরণকারী চক্রের অন্যান্য সদস্যকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রযেছে।

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
টিটি/আইএসএ/টিসি

** মহেশখালীতে এসএসসি পরীক্ষার্থী অপহৃত


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।