ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্যবসায়ী হত্যায় জড়িত সন্দেহে ৪ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ব্যবসায়ী হত্যায় জড়িত সন্দেহে ৪ যুবক আটক

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে আমির ব্যাপারী নামে এক পাট ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার ঘটনায় জড়িত সন্দেহে চার যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

মঙ্গলবার (১২ জানুয়ারি) রাতে সিরাজগঞ্জ ও বগুড়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।



বুধবার (১৩ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার নিয়াজ ফয়সাল।

আটক যুবকরা হলেন- সিরাজগঞ্জ জেলার কামারখন্দ থানার কুটিরচর গ্রামের আব্দুল জলিল শেখের ছেলে রাশেদুল হোসেন (২২), নূর মোহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৩৫), বগুড়া সদর থানার বড় টেংরা গ্রামের লালন মণ্ডলের ছেলে শাহীন মণ্ডল (৩০) ও দিলবহল মোহন গ্রামের তৈয়াবুরের ছেলে শহিদুল ইসলাম।

প্রেস ব্রিফিংয়ে স্কোয়াড্রন লিডার নিয়াজ ফয়সাল জানান, ৪ নভেম্বর জামালপুর জেলার সরিষাবাড়ী থানাধীন মৃত বশির শেখের ছেলে পাট ব্যবসায়ী আমির ব্যাপারীকে অপহরণ করে ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় অপহরণকারী চক্র। পরে অপহৃত ব্যক্তির পরিবারের কাছে আরও ১৫ লাখ টাকা দাবি করে তারা।

৬ নভেম্বর হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সাতটিকরি থেকে অপহৃত আমির ব্যাপারীর গলায় মাফলার পেঁচানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত ব্যবসায়ীর ছেলে সোহেল মিয়া বাদী হয়ে র‌্যাব-১২ কার্যালয়ে লিখিত অভিযোগ করেন এবং পরদিন (৭ নভেম্বর) অজ্ঞাত-পরিচয় ব্যক্তিদের আসামি করে সলঙ্গা থানায় মামলা দায়ের করেন।

ব্রিফিংকালে বগুড়া ক্যাম্পের এএসপি মফিজুল ইসলাম, এএসপি আকরামুল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।