ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জনগণের নিরাপত্তা চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
জনগণের নিরাপত্তা চেয়ে আইজিপিকে গভর্নরের চিঠি ড. আতিউর রহমান ও একেএম শহীদুল হক

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক গোলাম রাব্বীকে নির্যাতনের পর মহাপুলিশ পরির্দশক (আইজিপি) একেএম শহীদুল হকের কাছে চিঠি দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান।
 
জনগণের নিরাপত্তা চেয়ে পাঠানো চিঠির বিষয়টি বুধবার (১৩ জানুয়ারি) নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামান।

 
 
চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক নিরাপরাধ গোলাম রাব্বী নিজের পরিচয়পত্র দেখানোর পরও মোহাম্মদপুর থানার এসআই মাসুদ অমানুষিক নির্যাতন ও ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছেন।
 
ঘটনার পরে এসআই মাসুদকে ওই থানা থেকে প্রত্যাহার করার জন্য পুলিশের সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান গভর্নর।
 
এ ঘটনার পর শুধু বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাই নয়, দেশের কোনো মানুষই যেন পুলিশের নির্যাতনের শিকার না হয়। সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানান তিনি।
 
বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বী গত ৯ জানুয়ারি রাত ১১টার দিকে মোহাম্মদপুর থেকে কল্যাণপুরের বাসায় যাওয়ার পথে মোহাম্মদপুর এলাকার একটি এটিএম বুথ থেকে টাকা তুলে বের হচ্ছিলেন।
 
হঠাৎ পেছন থেকে এক পুলিশ সদস্য তার শার্টের কলার ধরে বলেন, ‘তোর কাছে ইয়াবা আছে। ’ তিনি অস্বীকার করলে ওই পুলিশ সদস্য তাকে এসআই মাসুদের কাছে নিয়ে যান। এসআই মাসুদও তাকে বলেন, তার কাছে ইয়াবা আছে। অস্বীকার করায় টহল গাড়িতে তুলে নেয় পুলিশ।
 
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা পরিচয় পাওয়ার পর তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ সময় এসআই মাসুদ তাকে শারীরিকভাবে নির্যাতন করেন। টাকা না দিলে ক্রসফায়ারের নামে হত্যা করে বেড়িবাঁধে ফেলে রাখার হুমকিও দেওয়া হয়। নির্যাতনের একপর্যায়ে খবর পেয়ে সহকর্মী ও পরিচিতরা গেলে রাব্বীকে ছেড়ে দেন মাসুদ।
 
বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৫
এসই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।