ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

পাবনা: রোগী মৃত্যুর ঘটনায় চিকিৎসকদের ওপর হামলার প্রতিবাদে ও নিরাপদ কর্মস্থল নিশ্চিত করার দাবিতে তৃতীয় দিনের মতো চলছে পাবনা মেডিকেল কলেজ (পামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের ডাকা অনির্দিষ্টকালের কর্মবিরতি। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন চিকিৎসা নিতে আসা রোগীরা।



বুধবার (১৩ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় হাসপাতাল ক্যাম্পাসে মানববন্ধন করে ইন্টার্ন চিকিৎসকরা।

মানববন্ধন চলাকালে পাবনা মেডিকেল কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি ডা. আবু তোরাব মীম বলেন, ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আগামী তিনদিনের মধ্যে দাবি না মানলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

এদিকে, তিনদিন ধরে হাসপাতালের ৫২ জন ইন্টার্ন চিকিৎসক তাদের দায়িত্ব পালন না করায় বিপাকে পড়ছেন রোগীরা।

উল্লেখ্য, রোববার রাতে পাবনা শহরের গোবিন্দা মহল্লার মৃত আশরাফ আলীর স্ত্রী হেনা বিবি শ্বাসকষ্ট নিয়ে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত দেড়টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় রোগীর স্বজনরা তার মৃত্যুর জন্য চিকিৎসকদের দায়ী করে দায়িত্বরত ইন্টার্ন চিকিৎসকদের মারধর করেন। এর প্রতিবাদে ও কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোমবার (১১ জানুয়ারি) সকাল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেছেন হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা।

পামেক হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার বসাক বাংলানিউজকে জানান, ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হাসান বলেন, হাসপাতালের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. শ্যামল কুমার বসাক থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।