ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৩ মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ায় হামলা-ভাঙচুরের ঘটনায় ৩ মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় সোমবার ও মঙ্গলবারের সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।  
 
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল ফরাজী, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রানা নুরুস শামস ও ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মহিদুর রহমান বাদী হয়ে এসব মামলা দায়ের করেন।


 
ব্রাহ্মণবাড়িয়ার ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ বাংলানিউজকে বলেন, সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রুবেল ফরাজী বাদী হয়ে পুলিশবাহী পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় অজ্ঞাত-পরিচয় ৭/৮শ’ ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেছেন।  
 
তিনি আরও বলেন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রানা নুরুস শামস বাদী হয়ে অজ্ঞাত-পরিচয় ৭/৮শ’ ব্যক্তিকে আসামি করে পৃথক মামলা দায়ের করেছেন।
 
এছাড়া, অজ্ঞাত ৬/৭শ’ ব্যক্তিকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন মাস্টার মহিদুর রহমান আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ভারপ্রাপ্ত পুলিশ সুপার এম এ মাসুদ।
 
বাংলাদেশ সময়: ১৮০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।