ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাদুল্যাপুরের মিরপুরে হাটের দাবিতে অবস্থান কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
সাদুল্যাপুরের মিরপুরে হাটের দাবিতে অবস্থান কর্মসূচি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার মিরপুরে হাটের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।

বুধবার (১৩ জানুয়ারি) দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত মিরপুর-মাদারগঞ্জ সড়কের চৌমাথা মোড়ে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করে তারা।



সপ্তাহে শনি ও বুধবার গরু-ছাগল ও বাইসাইকেলসহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয়-বিক্রয়ের অনুমতি দেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন- ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি  নুর আজম মণ্ডল নিরব, ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ফিরোজ মাহামুদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মিরপুর হাটবাজার ইজারাদার আতাউর রহমান রমু, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম লাল চাঁন, ব্যবসায়ী মাহাফুজার রহমান, বজলার রহমান বিপুল প্রমুখ।

মিরপুর হাটের যৌক্তিকতা তুলে ধরে তারা বলেন, দীর্ঘদিন ধরে মিরপুরের পার্শ্ববর্তী মাদারগঞ্জ হাটের ইজারাদার ও তাদের লোকজন সাদুল্যাপুরের ক্রেতা-বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছে অতিরিক্ত টোল আদায় ও দুর্ব্যবহার করে আসছেন।

এ থেকে পরিত্রাণের লক্ষ্যে স্থানীয়রা গত এক মাস ধরে সপ্তাহে শনি ও বুধবার মিরপুরে গরু-ছাগল, ধান-পাট, সাইকেল, রিকশা-ভ্যানসহ বিভিন্ন পণ্য ক্রয়-বিক্রয় করে আসছেন।  

তারা মিরপুর হাট-বাজারে সব ধরনের পণ্য ক্রয়-বিক্রয়ের অনুমতি দিতে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। অন্যথায় দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুন তালুকদার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরহাদ ইমরুল কায়েস ঘটনাস্থলে উপস্থিত হয়ে অল্প সময়ের মধ্যে মিরপুরে স্থায়ী হাটের আশ্বাস দিলে কর্মসূচি তুলে নেয় স্থানীয়রা।

মিরপুরে হাটের দাবিতে এর আগেও বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ,  মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী ও ব্যবসায়ীরা।

বাংলাদেশ সময়: ১৯১৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।