ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আমতলীতে গ্রেফতারকৃত ৩ ডাকাত কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আমতলীতে গ্রেফতারকৃত ৩ ডাকাত কারাগারে ছবি: প্রতীকী

বরগুনা: বরগুনার আমতলী উপজেলায় গ্রেফতারকৃত তিন ডাকাতকে কারাগারে পাঠানো হয়েছে।
 
বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়।



এরা হলেন- গফফার হাওলাদার (৩৫),  রহিম (৩২) ও আবুল (৩৮)। তাদের বাড়ি উপজেলার গুলিশাখালী ইউনিয়নের কলাগাছিয়া গ্রামে।

এর আগে মঙ্গলবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে উপজেলায় সদরের কালীবাড়ী এলাকা থেকে তিনটি দেশীয় ছুরিসহ তাদের গ্রেফতার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশের একটি টিম কালীবাড়ী এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত দলের ওই তিন সদস্যকে গ্রেফতার করে। আটক ডাকাতদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দু’টি মামলা করা হয়েছে।

এছাড়া তাদের বিরুদ্ধে আমতলী ও পটুয়াখালী থানায় আরও একাধিক ডাকাতির মামলা রয়েছে। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।