ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ডোমারে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
ডোমারে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত ছবি: প্রতীকী

নীলফামারী: নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় বাজারে বাসের ধাক্কায় অজিওত উল্লাহ (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অজিওত হরিণচড়া ইউনিয়নের আঠিয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, বাড়ি থেকে সোনারায় বাজারে ছেলে রফিকুল ইসলামের হোটেলে যাচ্ছিলেন অজিওত উল্লাহ। এ সময় ঢাকাগামী একটি বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন হরিণচড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।