ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোলে আমদানি নিষিদ্ধ সার্জিক্যাল পণ্য জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বেনাপোলে আমদানি নিষিদ্ধ সার্জিক্যাল পণ্য জব্দ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট কাস্টমসে এক পাসপোর্ট যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণে আমদানি নিষিদ্ধ সার্জিক্যাল পণ্য জব্দ করেছে কাস্টমস সদস্যরা।

বুধবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে ভারত থেকে ফেরার পথে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে এ পণ্যগুলো জব্দ করা হয়।



কাস্টমস সূত্র জানায়, তাদের কাছে খবর আসে ঢাকা চকবাজার এলাকার ফয়সাল নামে এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ ভারতীয় আমদানি নিষিদ্ধ সার্জিক্যাল পণ্য নিয়ে আসছে। এমন সংবাদের ভিত্তিতে কাস্টমস সদস্যরা ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ৮৫টি বাইএফসি পরীক্ষার যন্ত্রাংশ ভর্তি প্যাকেট জব্দ করে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা (ইন্সেপেক্টর) বিজন কুমার তালুকদার বাংলানিউজকে জানান, জব্দকৃত পণ্যগুলো বেনাপোল কাস্টমস শাখায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।