ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
বগুড়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১ ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার দুপচাঁচিয়া-আক্কেলপুর আঞ্চলিক সড়কের পাকরাইল ব্রিজ এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বেসরকারি একটি কীটনাশক কোম্পানির মার্কেটিং অফিসার ওমর ফারুক (৩০) নিহত হয়েছেন।
 
তিনি উপজেলার বীরকেদার ইউনিয়নের কাশিমালা গ্রামের রজিব উদ্দিন মাস্টারের ছেলে বলে জানা গেছে।


 
বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটরসাইকেলযোগে ওমর ফারুক দুপচাঁচিয়ায় ফিরছিলেন। পথে উক্ত স্থানে তিনি একটি মালবাহী ট্রাক ওভারটেকের চেষ্টা করেন।
 
এসময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি ট্রাকের সামনে উল্টে পড়েন। এতে ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানান।
 
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।