ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

দাউদকান্দিতে ব্রিফকেস থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
দাউদকান্দিতে ব্রিফকেস থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

কুমিল্লা: নিখোঁজের দু’দিন পর কুমিল্লার দাউদকান্দি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের আটিপাড়া গ্রামের একটি নির্জন বাড়িতে একটি ব্রিফকেসের ভেতর থেকে জাহাঙ্গীর হোসেন (৫০) নামে ঢাকার এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়।

মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ও গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা।

নিহত জাহাঙ্গীর হোসেন (৫০) চাদঁপুর জেলার মতলবপুর উপাদিগ্রামের আবু হানিফের ছেলে। তিনি ঢাকার শান্ত ক্যামিকেল কয়েল কোম্পানির মালিক।

গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) মো. ফিরোজ মিয়া বাংলানিউজকে জানান, আটিপাড়া গ্রামের একটি নির্জন বাড়ি থেকে দুর্গন্ধ বের হতে থাকলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে একটি ব্রিফকেস দেখতে পেয়ে সেটি খুললে তার ভেতরে কম্বল দিয়ে মোড়ানো একটি মরদেহ পাওয়া যায়। পরে মরদেহটি উদ্ধার করা হয়।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম বাংলানিউজকে জানান, ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন দু’দিন আগে রাজধানীর রায়েরবাগ থেকে নিখোঁজ হন। নিখোঁজের পর তার পরিবার সোমবার (১১ জানুয়ারি) রাতে যাত্রাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। (যার নং-৮৮৭)।

মরদেহটি পুলিশ হেফাজতে রয়েছে, ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ২১৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।