ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রানীশংকৈলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রানীশংকৈলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ছবি: প্রতীকী

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় যাত্রীবাহী নৈশ্যকোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ছয়জন।



বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় উপজেলার কুমরগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ট্রাকের হেলপার আনোয়ার ও গুড় ব্যবসায়ী ইউসুফ। তাদের বাড়ি বাজশাহী জেলায় বলে জানা গেছে। তবে আহতদের নাম জানা যায়নি।

রানীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বাংলানিউজকে জানান, সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুমরগঞ্জ এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা মাড়িয়া এন্টারপ্রাইজ নামে যাত্রীবাহী একটি নৈশ্যকোচের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে মারা যায় আরো একজন। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় ট্রাকের চালক নয়নকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ








 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।