ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে ৭৫ নারীকে ফ্রিল্যান্সিং কোর্সের সনদ বিতরণ

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
সাভারে ৭৫ নারীকে ফ্রিল্যান্সিং কোর্সের সনদ বিতরণ

সাভার (ঢাকা): সাভারে বেসরকারি প্রতিষ্ঠান নিউ সান ইন্সটিটিউট অব আইটিতে ৭৫ জন নারীকে মাসব্যাপী ফ্রি আউটসোর্সিং/ফ্রিল্যান্সিং কোর্স শেষে সনদ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে সাভারের গেন্ডা এলাকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. দেলোয়ার হোসেন এ সনদ বিতরণ করেন।



এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষক কর্মকর্তা খান মো. মনোয়ার হোসেন ও নিউ সান ইন্সটিটিউট অব আইটির পরিচালক মো. লেমুনুজ্জামান।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।