ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্পিকার-সিপিএ সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
স্পিকার-সিপিএ সেক্রেটারি জেনারেল সাক্ষাৎ ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সফররত সিপিএ সেক্রেটারি জেনারেল করিমুল্লাহ হায়াত আকবর খান সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) স্পিকারের সংসদ ভবন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।



সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠেয় সিপিএ সম্মেলন সফল করার বিষয়ে মতবিনিময় ও সিপিএ সম্মেলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এসময় স্পিকার সিপিএ’র চলমান কর্মকাণ্ডের খোঁজখবর নেন। পরে সিপিএ সেক্রেটারি জেনারেল সংসদ ভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।