ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজবাড়ীতে কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রাজবাড়ীতে কৃষক খুন

রাজবাড়ী: রাজবাড়ী জেলা সদরের মিজানপুর ইউনিয়নের নাওডুবি গ্রামে রমজান খান (৪৫) নামে এক কৃষককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৩ জানুয়ারি) রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।

বৃহস্পতিবার সকালে স্থানীয় বাঁশ ঝাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের স্ত্রী আছিয়া বেগম জানান, তার স্বামী রাতে ২০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। ভোরে বাড়ির পাশের বাঁশ ঝাড়ে তার মৃতদেহ পাওয়া যায়।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিয়ার রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।