ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে খাস জমি থেকে ভূমিহীনকে উচ্ছেদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
মেহেরপুরে খাস জমি থেকে ভূমিহীনকে উচ্ছেদ

মেহেরপুর: ১৫ বছর খাজনা না দেওয়ার অভিযোগে মেহেরপুর শহরের কাসারিপাড়াতে ভূমিহীন এক পরিবারকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উচ্ছেদ করে খাস জমি সরকারের দখলে নিয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুর ১২টার সময় সদর উপজেলা সহকারী (কমিশনার) ও ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান স্থানীয় পুলিশের সাহায্যে উচ্ছেদ অভিযান চালিয়ে বসতবাড়িতে সাইনবোর্ড টানিয়ে দেন।



এ সময় অবিলম্বে তার বাড়ি থেকে মালামাল সরিয়ে নেওয়ার জন্যও নির্দেশ দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিনুজ্জামান জানান, ১৯৬৯ সালের দিকে শহরের কাসারীপাড়া এলাকার নবী বকস মিয়ার ছেলে আবু সুফিয়ান এস এ নং ১৬৪৪ ও খতিয়ান এসএ ৩৮৪ নং দাগে ১১ শতক খাস জমি বন্দোবস্ত নেন। মাসিক ৫শ’ টাকা হারে তাকে বন্দোবস্ত দেয় সরকার। আবু সুফিয়ান ২০০০ সাল পর্যন্ত খাজনা পরিশোধ করলেও গত ১৫ বছর ধরে কোনো খাজনা দেননি। তাকে বার বার খাজনা পরিশোধের জন্য নোটিশ দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেননি আবু সুফিয়ান। এ কারণে তাকে উচ্ছেদ করে জমি সরকারের দখলে নিয়ে সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।

এছাড়াও এ জমির উপর থেকে সব ধরনের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।