ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্বামী বোনকে বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
স্বামী বোনকে বিয়ে করায় স্ত্রীর আত্মহত্যার চেষ্টা

ঢাকা: রাজধানীর সূত্রাপুরে ছোট বোনকে স্বামী বিয়ে করায় এক নারী গায়ে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন দিয়েছে। অগ্নিদদ্ধ ওই নারীর নাম সোমা রাজবংশী রানী (৩৮)।



বৃহস্পতিবার ( ১৪ জানুয়ারি ) দুপুর সাড়ে বারোটায় ঢাকা মেডিকেল কলেজ হাপসাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয় তাকে। সোমা ‍রানী তার স্বামী রতন রাজবংশীর সাথে যাত্রাবাড়ীর দয়াগঞ্জে থাকতেন বলে জানা গেছে।

সূত্রাপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই)  সারোয়ার হোসেন জানান, সকাল আনুমানিক দশটার দিকে সূত্রাপুর থানার জুবলি স্কুল সংলগ্ন একটি মন্দিরে গায়ে কেরোসিন ঢেলে সোমা আত্মহত্যার চেষ্টা করেন। তার কাছ থেকে যতটা জানতে পেরেছি তার বোন রিতা রাজবংশীকে তার স্বামী বেশ কয়েক বছর আগে বিয়ে করেন এবং এই বিয়ের পর থেকেই মানুষজনের বিভিন্ন কথাবার্তায় অপমান বোধ করায় তিনি আত্মহত্যার পথ বেছে নেন। তাকে দগ্ধ অবস্থায় দ্রুত বার্ণ ইউনিটে আনা হয়েছে ।

বার্ণ ইউনিটের আবাসিক সার্জন পার্থ শংকর ‍পাল বাংলানিউজকে জানান, তার শরীরের ২৫ শতাংশ পুঁড়ে গেছে এবং তার অবস্থা আশংকাজনক।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এজেডএস/এমআইকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।