ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ভাসানটেকে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ভাসানটেকে প্রতিবন্ধী তরুণী ধর্ষণের শিকার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর ভাসানটেক থানা এলাকায় বাক প্রতিবন্ধী তরুণী (২০) ধর্ষষের শিকার হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে এলাকাবাসীর দেওয়া অভিযোগের প্রেক্ষিতে ভাসানটেক থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।



ভাসানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) এবিএম আসাদুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, একই এলাকার সিদ্দিক নামে এক দুর্বৃত্ত গত পরশুদিন প্রতিবন্ধী তরুণীকে নিয়ে পালিয়ে যান। দুইদিন কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি। অনেক খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

বর্তমানে ধর্ষক সিদ্দিক পলাতক রয়েছেন বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এজেএডএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।