ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

জাবির সামনে প্রিজনভ্যান খাদে, আহত ৭

জাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
জাবির সামনে প্রিজনভ্যান খাদে, আহত ৭ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে আসামি বহনকারী পুলিশের একটি প্রিজনভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত সাতজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।



আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান,  আশুলিয়া থেকে বিভিন্ন মামলার ১২ জন আসামিকে নিয়ে একটি পিকআপ ভ্যান আদালতের উদ্দেশে রওয়ানা দেয়। পরে পিকআপ ভ্যানটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে পুলিশ ও আসামিসহ অন্তত সাতজন আহত হন।

আহতদের উদ্ধার করে সাভার এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, পুলিশের ড্রাইভার আসলাম, কনস্টেবল জয়নাল ও নুর ইসলাম। এছাড়া আহত আসামিরা হলেন- হুমায়ুন, শিরিন, মোয়াজ্জেম ও মাসুদ।

খবর পেয়ে স্থানীয় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বাংলাদেশ সময়: ১৫০৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।