ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
কুষ্টিয়ায় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ছবি : প্রতীকী

কুষ্টিয়া: কুষ্টিয়ার হরিণারায়নপুরে হাসান হত্যা মামলায় জগত (৫৫) নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার(১৪ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক রেজা মো. আলমগীর হাসান এ রায় দেন।



মামলার বিবরণে কুষ্টিয়া আদালতের পাবলিক প্রসিকিউটর অফিসের পুলিশ কনস্টেবল শামীম হোসেন জানান, ২০০৯ সালের ২৩ মার্চে কুষ্টিয়া সদর উপজেলার হরিণারায়নপুরে হাসান ক্লিনিকের মধ্যে ক্লিনিক মালিক হাসান’কে গলায় ফাঁস দিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। পরে নিহত হাসানের ছেলে শাহ আলম বাদী হয়ে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় ৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

দীর্ঘদিন বিচার কার্য শেষে আদালত একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও বাকিদের খালাসের রায় দেন। আসামি জগত পলাতক।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।