ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ইয়াবাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বগুড়ায় ইয়াবাসহ আটক ২

বগুড়া: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার সদর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ দুই মাদকদ্রব্য ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পরে দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।



আটকরা হলেন, উপজেলার তালোড়া দুবড়া গ্রামের মৃত দেলোয়ার খানের ছেলে জুয়েল খান (৩২) ও বগুড়া সদরের নিশিন্দারা এলাকার মোকলেছার রহমানের ছেলে রাসেল সরকার (২৮)।
 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেহ তল্লাশি করে ওই পরিমাণ ইয়াবাসহ তাদের আটক করা হয়।
 
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৪৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।