ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
বগুড়ায় অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসী আটক ছবি: প্রতীকী

বগুড়া: বগুড়া সদর উপজেলার বগুড়া-রংপুর মহাসড়কের মাটিডালী এলাকায় পুরাতন হোটেল ক্যাসল সোয়াদে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব।
 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকালে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে।

এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও দু’টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিকেল পৌনে ৪টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
 
আটকরা হলেন, সদর উপজেলার নিশিন্দারা উত্তরপাড়ার মৃত আব্দুল গণি প্রামাণিকের ছেলে রকিবুল হাসান ওরফে বকুল (২৮) ও মাটিডালী ফকিরপাড়ার মৃত আব্দুল মান্নানের ছেলে ফয়সাল আহম্মেদ (১৯)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আটকরা হত্যা, সস্ত্রাস ও চাঁদাবাজির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত বলে জিজ্ঞাসাবাদে এবং স্থানীয়ভাবে জানা যায়। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।