ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাব্বি নির্যাতন

দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের জিরো টলারেন্স

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের জিরো টলারেন্স ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা রাব্বী নির্যাতনের সঙ্গে পুলিশের সম্পৃক্ততার সত্যতা পাওয়া গেলে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পুলিশের অবস্থান জিরো টলারেন্স বলে মন্তব্য করেছেন আইজিপি একেএম শহীদুল হক।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নওগাঁ শহরের এটিম মাঠে জেলা কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন্তব্য করেন।



নওগাঁ জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটি এই সমাবেশের আয়োজন করে।

বক্তব্যে আইজিপি শহীদুল হক বলেন, দেশে জঙ্গিবাদের কোনো ঠাঁই নেই। জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সম্পর্ক হবে বন্ধু সুলভ। পুলিশ সদস্যরা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে সমাজের অন্যায় অবিচার দূর করে আগামী দিনের সোনার বাংলা গড়ে তুলবেন।

দেশে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে সমাজের সব শ্রেণির মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি।

অনুষ্ঠানে পুলিশ বিভাগের রাজশাহী অঞ্চলের ডিআইজি ইকবাল বাহার, নওগাঁ জেলা প্রশাসক ড. আমিনূর রহমান, পুলিশ সুপার মোজাম্মেল হক, জেলা কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির নেতারা ও সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে নওগাঁ সদর উপজেলাসহ জেলার ১১টি উপজেলার কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির সদস্য ছাড়াও মুক্তিযোদ্ধা, বিভিন্ন মসজিদের ইমাম, গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতেই আইজিপি একেএম শহীদুল হককে ফুল দিয়ে শুভেচ্ছা ও কমিউনিটি পুলিশিংয়ের থিম সংগীত পরিবেশন করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন আয়েজকরা।

বাংলাদেশ সময়: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।