ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে বর ও বর-কনের বাবার অর্থদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
চাঁদপুরে বর ও বর-কনের বাবার অর্থদণ্ড ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরে বাল্য বিয়ের প্রস্তুতি কালে বর, ও বর-কনের বাবাকে তিন হাজার টাকা অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের সেনগাঁও মিয়াজি বাড়ীতে এ বিয়ের প্রস্তুতি চলছিলো।



খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি সদর) চৌধুরী আশরাফুল করিম ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে এক হাজার টাকা করে অর্থদণ্ড করে সতর্ক করে দেন।

চৌধুরী আশরাফুল করিম বাংলানিউজকে জানান, ওই গ্রামের মিয়াজি বাড়ীর আবুল বাশারের ১৬ বছর বয়সী মেয়ের সঙ্গে একই গ্রামের নানু হালদারের ছেলে নাছিরের (২৬) বিয়ের প্রস্তুতি চলছিলো। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে তাদের সতর্ক করে বাল্য বিবাহ নিরোধ আইনের ১৯২৯ এর ৪ ধারায় অর্থদণ্ড করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
আরএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।