ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নওগাঁয় র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
নওগাঁয় র‌্যাব সদস্য পরিচয়ে প্রতারণা, আটক ১ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: নওগাঁর পাহাড়পুর এলাকায় র‌্যাব সদস্য পরিচয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে ইউসুফ আলী (২৫) নামে এক ব্যক্তিকে আটক করেছেন র‌্যাব-৫ এর সদস্যরা।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ইউসুফ আলী জয়পুরহাট জেলার বিডিআর গেট এলাকার দরিয়া হোসেনের ছেলে।

বিকেলে র‌্যাব-৫ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ইউসুফ আলী র‌্যাব সদস্য পরিচয়ে র‌্যাব ও বিজিবি’তে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিতেন। আটকের সময় তার কাছ থেকে চাকরি সংক্রান্ত বিভিন্ন কাগজপত্র ও ভুক্তোভোগীদের পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

এতে আরও জানানো হয়, র‌্যাব সদস্য পরিচয় দিয়ে ইউসুফ আলী লালমনিরহাট, দিনাজপুর, জয়পুরহাট ও নওগাঁ জেলায় ৪টি বিয়েও করেছেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি নিজেকে নওমুসলিম পরিচয় দিয়ে প্রতারণা করে বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক সাহায্য গ্রহণ করেছেন। তার বিরুদ্ধ আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএস/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।