ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজস্ব আয়ে কক্সবাজার গুরত্বপূর্ণ

স্টাফ করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
রাজস্ব আয়ে কক্সবাজার গুরত্বপূর্ণ ছবি : বাংলানিউজটোয়েটিফোর.কম

কক্সবাজার: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, জাতীয় রাজস্ব আয়ের জন্য কক্সবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ । এখানে পর্যটন শিল্পের বিকাশে নানা উন্নয়নমূলক কাজ চলছে।

এ উন্নয়নের জন্য শুল্কমুক্ত পণ্য আমদানীতে রাজস্ব বিভাগ সহায়তা করছে। এখন পর্যটন শিল্প সংশ্লিষ্ট ব্যবসায়ীদের দায়িত্ব রাজস্ব প্রদান করে রাষ্ট্রের প্রতি নাগরিক সম্মান দেখানো।

বৃহস্পতিবার সকালে কক্সবাজার হোটেল সী-গাল এর ‘বারিধি’ কনফারেন্স রুমে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর, ভ্যাট ও কাষ্টমস্ অনুবিভাগের সমন্বিত উদ্যোগে আয়োজিত ‘কক্সবাজারে করনেট সম্প্রসারণ ও করদাতাদের উদ্বুদ্ধকরণ বিষয়ক ‘রাজস্ব সংলাপ’ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রাজস্বকে অর্থনৈতিক সার্বভৌমত্বের প্রতীক এবং জাতীয় উন্নয়নের অক্সিজেন মন্তব্য করে এনবিআর চেয়ারম্যান বলেন, কর প্রদানের যোগ্য অনেকেই এখনো করনেটের আওতার বাইরে রয়েছেন। সরকারি গবেষণা সংস্থার জরিপে দেশের ৩ কোটি মানুষ কর আদায়ের উপযুক্ত বলে পরিসংখ্যান দেখানো হয়েছে। তবে নিয়মিত-অনিয়মিতভাবে করনেটের আওতায় এসেছে মাত্র ১৮ লাখ। এর মধ্যে ১২ লাখ মানুষই নিয়মিতভাবে কর প্রদান করছেন।

‘রাজস্ব সংলাপে’ ব্যবসায়ী, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

কর আপীল চট্টগ্রাম অঞ্চলের কমিশনার কাজী ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক ও ভ্যাট বিভাগের সদস্য মো. ফরিদ উদ্দিন, আয়কর বিভাগের সদস্য মো. আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিন, সিআইসি’র মহাপরিচালক মো. বেলাল উদ্দিন, চট্টগ্রাম কর অঞ্চল-১ কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, জেলা প্রশাসক মো. আলী হোসেন ও কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
টিটি/এমইউ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।