ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ার ‘তাণ্ডবে’ ১০ মামলা, আসামি ৭ হাজার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
ব্রাহ্মণবাড়িয়ার ‘তাণ্ডবে’ ১০ মামলা, আসামি ৭ হাজার

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখি সংঘর্ষ ও মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার জেরে সংঘটিত তাণ্ডবের ঘটনায় পৃথক ১০টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় ৪৪ জনের নামোল্লেখসহ মোট সাত হাজার দু’শত ৯৪ জনকে আসামি করা হয়।



এর মধ্যে বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় ৯টি ও আখাউড়া রেলওয়ে থানায় একটি মামলা হয়।  
 
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা মফিজ উদ্দিন ভূঁইয়া এবং আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুস সাত্তার এসব মামলা দায়েরের হওয়ার তথ্য বাংলানিউজকে জানিয়েছেন।
 
সদর থানা সূত্রে জানা যায়, সোমবার রাতের সংঘর্ষের ঘটনায় ওই রাতেই সদর থানার এসআই আলী আক্কাস বাদী হয়ে জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের ৪৪ জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাত ২৫০ জনের নামে মামলা দায়ের করেন।

পরদিন মঙ্গলবার বিকেলে পুলিশবাহী পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের ঘটনায় সদর থানার এসআই রুবেল ফরাজী বাদী হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

একই দিন সদর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) রানা নুরুস শামস বাদী হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ জনের বিরুদ্ধে মামলা করেন।

এছাড়া ইন্ডাস্ট্রিয়াল স্কুল ভাঙচুরের ঘটনায় প্রধান শিক্ষক চমন সিকান্দার জুলকার নাঈন অজ্ঞাতনামা আট/নয়শ জনের বিরুদ্ধে মামলা করেন। প্রশিকার কার্যালয় ভাঙচুরের ঘটনায় ম্যানেজার হুমায়ূন কবির বাদী হয়ে অজ্ঞাতনামা সাত/আটশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হালদারপাড়া এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুরের ঘটনায় ব্যবসায়ী ফেরদৌস বাদী হয়ে অজ্ঞাতনামা তিন/চারশ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের কার্যালয় ভাঙচুরের ঘটনায় সংগঠনের সম্পাদক বাছির দুলাল বাদী হয়ে আট/নয়শ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্টেশন মাস্টার মহিদুর রহমান বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় অজ্ঞাতনামা ১২শ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

এদিকে ঘটনার পরদিন বৃহস্পতিবার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে প্রতিষ্ঠানটির সম্পাদক আব্দুল মান্নান সরকার সদর থানায় অজ্ঞাতনামা তিনশ জনের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

মামলায় তিনি সঙ্গীতানটির ৩১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেন।

একই দিন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে হামলা, ভাঙচুরের অভিযোগে অজ্ঞাতনামা আট/নয়শ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাঠাগারের সম্পাদক আবদুন নূর।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৬
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।