ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পুলিশের বিরুদ্ধে ডিএসসিসি পরিদর্শককে পেট‍ানোর অভিযোগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পুলিশের বিরুদ্ধে ডিএসসিসি পরিদর্শককে পেট‍ানোর অভিযোগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক পরিচ্ছন্ন পরিদর্শক বিকাশ চন্দ্র দাসকে (৪৫) যাত্রাবাড়ী থানা পুলিশ পিটিয়েছে বলে অভিযোগ উছেঠে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।



শুক্রবার (১৫ জানুয়ারি) ভোর ৫টার দিকে যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ খালপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

বিকাশ চন্দ্র ডিএসসিসি’র নতুন জোন-৫ (পুরাতন জোন-১), ওয়ার্ড-৪৮ ও ৫০ এর পরিচ্ছন্ন পরিদর্শক (সিআই) হিসেবে কর্মরত।

স্বজনদের বরাত দিয়ে বিকাশের স্ত্রী সরস্বতী দাস বাংলানিউজকে জানান, বিকাশ প্রতিদিন ভোর ৪টার দিকে মোটরসাইকেল নিয়ে পরিদর্শনে বের হন। প্রতিদিনের মতো আজও তিনি ভোরে বাসা থেকে বের হন। মীর হাজিরবাগ খাল সংলগ্ন রাস্তা দিয়ে যাওয়ার সময় যাত্রাবাড়ী থানার একদল সিভিল পুলিশ তাকে সিগন্যাল দেয়। পরিচয় জানার পরও তার সঙ্গে অশালীন ব্যবহার করেন। পরে তাকে মোটরসাইকেল থেকে নামিয়ে হকস্টিক ও লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে চলে যায়।

সকালে তার স্বজনরা খবর পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান বলেও জানান সরস্বতী।

আত্মীয়রা জানিয়েছেন, যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আশরাদ হোসেন আকাশ, মনোজ প্রভাকরসহ ৪-৫ জন পুলিশ সদস্য তাকে পিঠিয়ে আহত করে।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরশাদ হোসেন আকাশ বাংলানিউজকে বলেন, আমরা সাদা পোশাকে ছিলাম। রাস্তায় বিকাশকে সিগন্যাল দিলে তিনি মোটরসাইকেল থেকে নেমে পরিচয় দিয়ে চলে যান। তবে পেটানোর বিষয়টি তিনি অস্বীকার করেন।


যাত্রাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর বাংলানিউজকে জানান, দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা সাদা পোশোকে ছিলেন। ওখানে যেসব নাইট গার্ড ছিলেন তারা জানিয়েছে যে, মাত্র একটি বাড়ি দিয়েছে পুলিশ।

ঢামেক নিউরো সার্জারি ১০৩ নং ওয়ার্ডে কর্মরত চিকিৎসক ডা. ইব্রাহীম বাংলানিউজকে জানান, সিটি স্ক্যানসহ বেশ কিছু পরীক্ষা করা হয়েছে। সে অনুযায়ী চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এজেডএস/আরইউ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।