ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কপোতাক্ষ নদের খননকাজের উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
কপোতাক্ষ নদের খননকাজের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

তালা (সাতক্ষীরা): সাতক্ষীরায় কপোতাক্ষ নদ খনন প্রকল্পের আওতায় ১৮ কিলোমিটার খননকাজের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে তালা উপজেলার জেঠুয়া বাজার সংলগ্ন কপোতাক্ষ নদের তীরে এ খননকাজের উদ্বোধন করেন-সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ।



পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তির সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, যশোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইখতেয়ার হোসেন, তালা শহিদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, সাতক্ষীরা জেলা ওয়াকার্স পার্টির সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এম ফজলুল হক, জালালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোড়ল আব্দুর রশীদ, জালালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাম প্রসাদ দাশ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।