ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে তিন দিনব্যাপী পুষ্পমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
রাজশাহীতে তিন দিনব্যাপী পুষ্পমেলা শুরু

রাজশাহী: রাজশাহীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১০ম পুষ্পমেলা। শুক্রবার (১৫ জানুয়ারি) সকালে মেলার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের রাজশাহীর নির্বাহী পরিচালক জিন্নাতুন বাকেয়া।



মহানগরীর কাজিহাটা মনিবাজার চত্বরের ওয়ান ব্যাংকের সহযোগিতায় এ মেলার আয়োজন করেছে বৈকালী সংঘ। এবারের পুষ্পমেলায় বিভিন্ন ফুলের ১৮টি স্টল স্থান পেয়েছে।

স্টলগুলোতে শোভা পাচ্ছে নানা রংঙের ফুল। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত পুষ্পমেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।

রাজশাহী বৈকালী সংঘের সভাপতি মনিরুজ্জামান ছানার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ওয়ান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম খায়রুল আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াকার হাসান, সিনিয়র এক্সকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এম আহসান হাবীব, রাজশাহী শাখার ব্যবস্থাপক আবদুল মান্নান, বৈকালী সংঘের সাধারণ সম্পাদক রহিছ উদ্দীন আহমেদ বাবু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে ফুল বিষয়ে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে শতাধিক শিশু অংশ নেয়। দ্বিতীয় দিনে রয়েছে শিশুদের আবৃত্তি ও তৃতীয় দিনে নৃত্য প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।