ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাটুরিয়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
সাটুরিয়ায় পারিবারিক কলহে গৃহবধূর আত্মহত্যা আয়েশা আক্তার

মানিকগঞ্জ: পারিবারিক কলহের জের ধরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় আয়েশা আক্তার (২৩) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।

শুক্রবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।



মৃত আয়েশা পাইকপাড়া গ্রামের জুলমত আলীর ছেলে ইব্রাহিম হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ছয় বছর আগে প্রতিবেশী পরান সূত্রধরের মেয়েকে ভালোবেসে বিয়ে করেন ইব্রাহিম। পরে তার স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করে আয়েশা নাম নেন।   তাদের ফাতেমা (৫) নামে এক মেয়ে রয়েছে।

গত ছয় মাসে আগে স্থানীয় তারাশিমা অ্যাপারেলস পোশাক কারাখানার ঊষা নামে এক শ্রমিককে গোপনে বিয়ে করেন ইব্রাহিম। বিষয়টি জানাজানি হলে আয়েশার সঙ্গে স্বামীর কলহ দেখা দেয়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।

ওই কলহের জের ধরেই আয়েশা দুপুরে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

তবে আয়েশার মা আরতি সূত্রধরের দাবি গত ছয় মাস ধরে আয়েশাকে মানসিক ও শারীরিকভাবে অত্যাচার করে আসছে তার স্বামী ইব্রাহিম। শুক্রবার আয়েশাকে শ্বাসরোধে হত্যার ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচারণা চালায় ইব্রাহিম।

এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর এ বিষয়ে বলা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।