ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

স্থানীয় সরকার বিভাগের দপ্তর-সংস্থায় ই-টেন্ডারিং চালুর নির্দেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
স্থানীয় সরকার বিভাগের দপ্তর-সংস্থায় ই-টেন্ডারিং চালুর নির্দেশ

ঢাকা: সরকারি ক্রয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করতে স্থানীয় সরকার বিভাগের অধীন সব দপ্তর/সংস্থাগুলোকে ই-টেন্ডারিং ব্যবস্থা বাধ্যতামূলকভাবে চালুর আদেশ দিয়েছে সরকার।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় শুক্রবার (১৫ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।



সরকারি আদেশে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, ওয়াসা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো যেমন- সিটি কর্পোরেশন, পৌরসভা, জেলা পরিষদ ও উপজেলা পরিষদের সব ধরনের ক্রয়ে আগামী ৩১ জানুয়ারির মধ্যে সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গর্ভমেন্ট প্রকিউরমেন্ট তথা ই-টেন্ডারিং পদ্ধতি আবশ্যিকভাবে চালু করতে হবে।

এর ব্যতিক্রম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমঅাইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।