ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজতেমা

দ্বিতীয় পর্বেও ৭ স্থানে ডাইভারশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
দ্বিতীয় পর্বেও ৭ স্থানে ডাইভারশন ছবি: রাজিব / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: যানজট নিয়ন্ত্রণে রাখতে  বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও সাত স্থানে ডাইভারশন করবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আখেরি মোনাজাতের দিন ভোর ৪টা থেকে শুরু করে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত এই ডাইভারশন চলবে।


 
শুক্রবার (১৫ জানুয়ারি) তেজগাঁও ট্রাফিক জোনের সহকারী কমিশনার আবু ইউসুফ বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।
 
তিনি বলেন, মহাখালী, হোটেল রেডিসন, কুড়িল বিশ্বরোড, ৩০০ ফিট রাস্তার কুড়াতলি, দিয়াবাড়ি গোল চত্বর, কামারপাড়া এবং ধউর ব্রিজ এলাকায় ডাইভারশন করা হবে।  
 
আবু ইউসুফ বলেন, আন্তঃজেলা গাড়ির জন্য মহাখালী, বড় গাড়ির জন্য হোটেল রেডিসন এবং বাকি যানবাহনের জন্য অন্যান্য ডাইভারশন হবে। তবে বিমান যাত্রীরা টিকেট প্রদর্শন সাপেক্ষ্যে বিমানবন্দরে যেতে পারবেন। বিশ্ব ইজতেমায় দায়িত্বরত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি, ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্স এর আওতামুক্ত থাকবে।
 
আখেরি মোনাজাতের দিন ভোর ৪টায় ডাইভারশন শুরু হয়ে মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত চলবে।

এদিকে, শুক্রবার দুপুরে আব্দুল্লাহপুরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ট্রাফিক বিভাগের উপ-কমিশনার প্রবীর কুমার রায় বলেন, আব্দুল্লাহপুরে তেতাল্লিশ ফুট উঁচু ওয়াচ টাওয়ার নির্মাণ করে ট্রাফিক কার্যক্রম তদারকি করা হচ্ছে। প্রতিদিন তিন পালায় চব্বিশ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছি। স্থায়ী পার্কিং নির্ধারণ করে দিয়েছি। অবৈধ পার্কিং করে যাতে কেউ যানজট সৃষ্টি করতে না পারে, সেজন্য পর্যাপ্ত ভ্রাম্যমাণ ট্রাফিক পুলিশ ও রেকার রেখেছি।
 
তিনি আরও বলেন, বিশ্ব ইজতেমায় সবার অংশগ্রহণের ব্যবস্থা করতে আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আখেরি মোনাজাতের দিন মুসল্লিরা পুরো রাস্তায় অবস্থান করেন। তাই ডাইভারশন দিতে বাধ্য হচ্ছি।
 
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) হুমায়রা পারভীন, এসি (প্রশাসন) মেরিন সুলতানা, এসি (ট্রাফিক-উত্তরা) জিন্নাত আলী মোল্লা ও এসি (ট্রাফিক তেজগাঁও শিল্পাঞ্চল) আবু ইউছুফসহ ট্রাফিক পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এনএ/এমজেড

** জুমার নামাজে লাখো মুসল্লির ঢল
** র‍্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার
** ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
** আমবয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।