ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আশাবাদী মানুষ ছিলেন রণেশ দাশগুপ্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আশাবাদী মানুষ ছিলেন রণেশ দাশগুপ্ত ছবি: শাকিল/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘‘প্রচণ্ড আশাবাদী মানুষ ছিলেন। কখনও হতাশ ছিলেন না, হতেনও না।

সবাইকে আশার আলো দেখাতেন আর বলতেন- ‘এখনও এদেশে পাখি ডাকে, সূর্য ওঠে, নদী বয়ে যায় তাহলে নিরাশ হও কেন’। পাশাপাশি এই মানুষটি ছিলেন সব ধর্ম ও জাতির ঊর্ধ্বে মার্কসবাদী চেতনায় বিশ্বাসী’’।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উদীচী ঢাকা মহানগর সংসদের আয়োজনে সংগঠনটির অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্তের ১০৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জন্মজয়ন্তী অনুষ্ঠানে বক্তরা এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ বলেন, রণেশ দাশগুপ্ত ছিলেন প্রচণ্ড আশাবাদী মানুষ। এদেশের মানুষ যখন হতাশ ছিলেন, তখনও তিনি ছিলেন আশাবাদী। জ্ঞানের দিক থেকেও তিনি ছিলেন ঋষির মতোই।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. শফিউদ্দিন আহমেদ বলেন, তিনি একজন মার্কসবাদী মানুষ ছিলেন। প্রগতিশীল মানুষ গড়ার কারিগর বলা যায় তাকে। এই ব্যক্তির জীবন থেকে অনেক কিছু শেখার আছে আমাদের সবার।

উদীচী কেন্দ্রীয় সংসদের সদস্য ও লন্ডন শাখার সাবেক সভাপতি ডা. রফিকুল হাসান জিন্নাহ বলেন, সব সময় রণেশ দাশগুপ্ত শোষিত ও বঞ্চিত মানুষের কথা বলতেন। তাইতো জনগণের বিপ্লব ছাড়া যে মুক্তি সম্ভব নয়, সেই প্রেরণাই দেওয়ার চেষ্টা করেছেন তিনি।

ঢাকা মহানগর উদীচী সংসদের সভাপতি কাজী মোহাম্মদ শীষের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক প্রবীর সরদার, ঢাকা মহানগর সংসদের সহ-সভাপতি অমিত রঞ্জন দে, কক্সবাজার শাখার সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ, উদীচী জাতীয় পরিষদের সাবেক সদস্য এম এ আজিজ।

১৯১২ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা রণেশ দাশগুপ্ত।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমআইকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।