ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ইজতেমার দ্বিতীয় পর্বে আরও এক মুসল্লির মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

গাজীপুর: বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে আবুল কাশেম (৬৫) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।  

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইজতেমার ময়দানে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়।



আবুল কাশেম জামালপুর সদর উপজেলার কাচারিপাড়া এলাকার বাসিন্দা।

টঙ্গী সরকারি হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) পারভেজ হোসেন বাংলানিউজকে বলেন, মৃত অবস্থায় আবুল কাশেমকে হাসপাতালে আনা হয়।

নিহতের জানাজা এশার নামাজের পর ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানান আরএমও।

এর আগে, বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত ১টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে আব্দুর রহমান (৬২) নামে এক মুসল্লির মৃত্যু হয়। আব্দুর রহমান বগুড়ার গাবতলী থানার মাঝবাড়ি এলাকার বাসিন্দা।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড

** ধুলাবালি, ময়লা-আবর্জনায় ভোগান্তি
** দ্বিতীয় পর্বেও ৭ স্থানে ডাইভারশন
** জুমার নামাজে লাখো মুসল্লির ঢল
** র‍্যাবের ৫ স্তরের নিরাপত্তা জোরদার
** ইজতেমার দ্বিতীয় পর্বে এক মুসল্লির মৃত্যু
** আমবয়ানে চলছে ইজতেমার দ্বিতীয় পর্ব
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
** বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু শুক্রবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।