ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘ওরে বাবা’য় অশ্লীল দৃশ্য

ময়মনসিংহে পূরবী সিনেমা হলকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ময়মনসিংহে পূরবী সিনেমা হলকে জরিমানা

ময়মনসিংহ: সিনেমার মধ্যে অশ্লীল চলচ্চিত্র প্রদর্শনের অপরাধে ময়মনসিংহের পূরবী সিনেমা হলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম এ জরিমানাদেশ দেন।



তিনি জানান, ওই সিনেমা হলে ‘ওরে বাবা’ নামে একটি সিনেমা দেখানো হচ্ছে। শুক্রবার ১৫ মিনিটের অশ্লীল কাটপিস প্রদর্শন করা হয়েছে এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান চালিয়ে চলচ্চিত্রের সেন্সরশিপ আইন ১৯৬৩’র ৮(খ) ধারায় হল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ দিনের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ সময় ১৫ মিনিটের অশ্লীল কাটপিসও জব্দ করা হয়।

বাংলাদেশ সময়: ২১১৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।