ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আগৈলঝাড়ায় মারবেল মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
আগৈলঝাড়ায় মারবেল মেলা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের আগৈলঝাড়ার পৌষ সংক্রান্তি উপলক্ষে রামানন্দের আঁক গ্রামে মারবেল মেলা অনুষ্ঠিত হয়েছে।  
 
শুক্রবার (১৫ জানুয়ারি) দিনভর এ মেলায় আগৈলঝাড়া ও পার্শ্ববর্তী এলাকার নারী-পুরুষ-শিশুরা মারবেল খেলায় অংশ নেয়।


 
রামানন্দের আঁক গ্রামে রাস্তার উপর, বাড়ির আঙিনা, অনাবাদী জমি, বাগানসহ প্রায় সব জায়গায় সারাদিন মারবেল খেলা অনুষ্ঠিত হয়েছে।
 
এছাড়া, গ্রামের অনাবাদী জমিতে বসেছে বাঁশ-বেত শিল্প সামগ্রী, মনিহারী, খেলনা, মিষ্টি, ফল, চটপটি, ফুচকা ও বিভিন্ন খাদ্যদ্রব্যের দোকান।  
 
আগৈলঝাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায় বাংলানিউজকে জানান, প্রতিবছর পৌষ সংক্রান্তির দিনে নবান্ন উৎসবের মাধ্যমে মারবেল মেলার আয়োজন করা হয়। অনেক আগে থেকে এ মেলা চলে আসছে।
 
মেলা কমিটির সভাপতি যতীশ চন্দ্র বাড়ৈ জানান, প্রতিবছর এ দিনে বৈষ্ণব সেবা, নাম সংকীর্তন, কবিগান শেষে ৫০ কেজি চালের গুঁড়ার সঙ্গে ৫০ কেজি গুড়, ৫০ জোড়া নারকেল ও প্রয়োজনীয় অন্যান্য দ্রব্য সামগ্রী মিশিয়ে মেলায় আগত দর্শণার্থীদের মধ্যে বিতরণ করা হয়।  
 
এদিকে, দিনটি ঘিরে স্থানীয় বাসিন্দারা তাদের মেয়ে-জামাইসহ অন্যান্য আত্মীয়-স্বজনদের আমন্ত্রণ জানিয়ে থাকেন। বেশ কয়েকদিন আগে থেকেই মেলার আয়োজন শুরু হয়। মেলার আগেই আত্মীয়-স্বজনের ভিড়ে মুখরিত হয় রামানন্দের আঁক গ্রাম।
 
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।