ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা জারি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
ঠাকুরগাঁওয়ের হরিপুরে ১৪৪ ধারা জারি

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের হরিপুরে আ’লীগ কার্যালয় ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

উপজেলা আ’লীগ কার্যালয়ে কৃষক লীগ ও যুবলীগ সভা আহ্বান করায় ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল মান্নান শনিবার(১৬ জানুয়ারি) সকাল ৬টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।



শুক্রবার( ১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বালিয়াডাঙ্গী উপজেলার ইউএনও ও হরিপুর উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও আব্দুল মান্নান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আ’লীগ কার্যালয়ে শনিবার(১৬ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা যুবলীগ বর্ধিত সভা আহ্বান করে। দুপুরে একই স্থানে উপজেলা কৃষক লীগ পরিচিতি সভা আহ্বান করে। এ অবস্থায় সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।