ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সুন্দর সমাজ গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
‘সুন্দর সমাজ গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: সুন্দর সমাজ গঠনে সুস্থ সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। বাঙালি জাতির সমৃদ্ধ সাংস্কৃতিক ইতিহাস রয়েছে।

এসব সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশিয় সংস্কৃতি বিশ্বে ছড়িয়ে দিতে হবে।
 
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় অনুশীলন ৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর নাটক বেহুলা-লখিন্দরের শুভ মহরত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় হুইপ নুরুল ইসলাম ওমর এমপি এসব কথা বলেন।
 
শহরের শহীদ টিটু পৌর মিলনায়তনে সংগঠনের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নাটকটির শুভ মহরতের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
 
এ সময় অনুশীন ৯৫ সাংস্কৃতিক গোষ্ঠীর কার্যকরী সভাপতি সাজ্জাদ আলী, সাধারণ সম্পাদক নাছরিন মাহমুদ পপি, কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম রফিক, ওয়ারেছ ভুট্টসহ সংগঠনের শিল্পীরা উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এমবিএইচ/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।