ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে বাসচাপায় স্কুল ছাত্রী নিহত, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ

স্পেশাল ও স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাজধানীতে বাসচাপায় স্কুল ছাত্রী নিহত, ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ ছবি : রাজিব /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর মৎস্য ভবন এলাকায় বাসচাপায় সাবিহা আক্তার (১৫) নামে নবম শ্রেণির এক ছাত্রী নিহত হওয়ার ঘটনায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মৎস্য ভবন এলাকার বার কাউন্সিল ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পরে সকাল সাড়ে ১০টার দিকে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

নিহত সাবিহা রাজধানীর সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো। সে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

দুর্ঘটনার পরপরই তার স্কুলের শিক্ষার্থীরা দুর্ঘটনাস্থলে এসে সড়ক অবরোধ করে। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প রাস্তায় যান চলাচলের কারণে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়।

পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে দোষীদের আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

সহকারী পুলিশ সুপার এস এম এনামুল হক বাংলানিউজকে অবরোধ তুলে নেওয়া বিষয়টি জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬/আডেটেড ১০৫৯
এসইউজে/এএসএম/টিআই/এসএইচ

** রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রী নিহত

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।