ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্রী নিহত ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর মৎস্য ভবন এলাকায় সড়ক দুর্ঘটনায় সাবিহা আক্তার নামে নবম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল সোয়া ৯টার দিকে মৎস্য ভবন এলাকার বার কাউন্সিল ভবনের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।



শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানান।

নিহত সাবিহার স্বজনদের বরাত দিয়ে তিনি বলেন, রাজধানীর সেগুনবাগিচার রহিমা উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়তো সাদিয়া। সে কিছুদিন আগে জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ০৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৬
এসইউজে/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।